মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

পদত্যাগ বিষয়টি ভালো নয় : ইলিয়াস কাঞ্চন

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

দুই বছর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন আশির দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অভিনেত্রী নিপুণ আক্তারের সঙ্গে প্যানেল গড়েছিলেন। আশা জাগিয়েছিলেন, চলচ্চিত্রপাড়ায় একটি জাগরণের, ঐক্যের। কিন্তু তা আর হলো কোথায়! মেয়াদ শেষের আগে ইলিয়াস কাঞ্চন নিজেই পদত্যাগ করলেন, যা নিয়ে সমালোচনার ঝড়ে পড়েন তিনি। খবর বাংলানিউজের।

কিংবদন্তি অভিনেতা জানান, নানা কারণে শিল্পী সমিতির ওপর বিরক্ত তিনি। তাই এবার আর নির্বাচন করছেন না। এমন মন্তব্য করে সমালোচনার পালে যেন নিজেই হাওয়া দেন কাঞ্চন। এতোদিন এ নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুললেন। সমপ্রতি এক সাক্ষাৎকারে ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত অভিনেতা বলেন, আসলে পদত্যাগ বিষয়টি ভালো নয়। আমার পক্ষ থেকে কোনো ত্রুটি আমি করিনি। ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হতো। বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে, কিন্তু আমরা সেটিও করতে পারিনি। আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো আর সব করতে পারে না। এবারের শিল্পী সমিতির নির্বাচন থেকে ইলিয়াস কাঞ্চন সরে দাঁড়ালেও পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন নিপুণ আক্তার। কয়েক দিনের মধ্যেই প্যানেল ঘোষণা করবেন তিনি। এছাড়া সাবেক সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আলাদা একটি প্যানেলে নির্বাচন করার কথা জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here