মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

বান্দরবান রুটে মারছা সার্ভিসের নতুন সংযোজন।

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

বাংলা খবর ২৪ অনলাইন ডেস্ক,০৫ নভেম্বর, ২০২৪

পাহাড়ের পর্যটনে ভ্রমনকে আনন্দময় করে তুলতে চালু হলো মারছা ট্রান্সপোর্টের আরও একটি নতুন সংযোজন। পর্যটকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বান্দরবান-ঢাকা রুটে প্রথমবারের মতো ট্রান্সপোর্টটি চালু করলো আরামদায়ক নতুন বাস সার্ভিস।
গত ১ নভেম্বর বান্দরবান বাস টার্মিনালে এই সার্ভিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও আব্দুল আওয়াল মর্তুজা। এই উপলক্ষে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের।
এর আগে মোনাজাত করেন খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা আবু ওসমান। পরে দুপুরে বাস টার্মিনাল থেকে একটি রোড শো বেরিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এন এ জাকির, বান্দরবান মটর বাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি জাফর আলম প্রমুখ।
বান্দরবান রুটে নতুন বাস সার্ভিস চালু করা প্রসঙ্গে মারছা গ্রুপের পরিচালক করিম মর্তুজা বলেন, পরিবহন জগতে সুনাম কুড়ানো মারছা ট্রান্সপোর্ট অতীতে সেবার মান অক্ষুণ্ন রাখতে কখনই আপোষ করেনি। এবারের নতুন সংযোজনটিও চট্টগ্রাম-বান্দরবান এবং কক্সবাজার রুটে নিয়মিতভাবে যাত্রীদের সেবা দিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here