শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
spot_img

কাজ শেষের পরও বকেয়া বিল না পাওয়ায় পূর্বাঞ্চল রেলওয়ে ঠিকাদারদের অসন্তোষ।

শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

বাংলা খবর২৪ অনলাইন নিউজ ডেস্ক, প্রকাশ: ২৭ মার্চ ২০২৫

কাজ শেষ করার পরও বিল না পাওয়া বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগের ঠিকাদারদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছে। শুধু প্রকৌশল বিভাগের ঠিকাদারাই না ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সকল বিভাগের ঠিকাদারদের মধ্যে।
সম্প্রতি রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দুলাল মিয়া স্বাক্ষরিত একটি পরিপত্রে বলা হয় গত ৪ জুলাইয়ের পরিপত্রের নির্দেশনা মোতাবেক বাজেট ইউনিটভিত্তিক বকেয়া বিল পরিশোধ করার অর্থ ব্যয় করার সুযোগ নেই। কিন্তু গত ৪ জুলাইয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবাসিক অনাবাসিক স্থাপনা নির্মাণ বন্ধ থাকবে তবে চলমান নির্মাণ কাজ নূন্যতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে।
কিন্তু রেলওয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও একটি অদৃশ্য কারণে শত শত ঠিকাদারকে বিল পরিশোধ করছে না বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তাই ঈদের আগ মুহূর্তে আর্থিক অনটনে রয়েছেন পূর্বাঞ্চল রেলওয়ের প্রকৌশল সহ সকল  বিভাগের ঠিকাদাররা।

এই বিষয় এ নাম না বলার শর্তে বেশ কিছু ঠিকাদাররা বনেন,  এভাবে চলতে থাকলে আমাদেরকে  পথে বসতে হবে। আমাদের কাছে থাকা সকল মূলধন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগের নির্মাণ কাজে ব্যয় করেছি, সময়মত বিল না পাওয়ায় এখন আমাদের পথে বসার উপক্রম  হয়েছে। তারা আরও বলেন একজন বড় ঠিকাদারকে অনৈতিক সুবিধা দিতে আমাদের বিল বন্ধ করে রাখা হয়েছে।  ঈদের আগে এর সমাধান চান ঠিকাদার।

রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার সুবক্তগীন বলেন, ঠিকাদাররা যেহেতু কাজ করেছে তারা অবশ্যই তাদের বিল পাবে, আমরা কয়েক দিনের মধ্যে এটার সমাধান করব।

এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি রেলওয়ে পূর্বাঞ্চলের কোন কর্মকর্তা।

http://bangla@khobor24
Contract us, 21 momin road, Chittagong Bangladesh. Mobile : 01759680807

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here