দৈনিক বাংলা খবর২৪ অনলাইন নিউজ ডেস্ক, ৩০ জানুয়ারি. ২০২৫।
চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ রেসিং পিজিয়ন্স এসোসিয়েশন কক্সবাজার ক্লাবের যৌথ উদ্দেগে রেসিং পিজিয়ন্স রেস অনুষ্ঠিত হয়। এই রেসিং এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগে পিজিয়ন্স রেসের নতুন এক মাইলফলক সুচিত হল।
২০০ কিলোমিটার আকাশপথে রেস এ অসাধারণ রেজাল্ট করেন চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাব এর প্রেসিডেন্ট গোলাম সরোয়ার । তার এই জয়ে চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স লফট এর পক্ষ থেকে সারওয়ার আহমেদ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
২৪/৭ খবর পেতে আমাদের সাথেই থাকুন।
Contact us: contact@ybanglakhobor24
Copyright © 2025 banglakhobor24.net. All rights reserved.