বাংলা খবর২৪ অনলাইন নিউজ ডেস্ক, প্রকাশ: ১৬ মার্চ ২০২৫।
আজ রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে কিছু দুস্ককৃর্তিকারী চট্টগ্রাম রেলস্টেশনে দাড়িয়ে থাকা চট্টগ্রাম বিস্ববিদ্যালযে একটি শাটাল ট্রেনের বগিতে আগুন ধরানোর চেস্টা করে। রেলওয়ে নিরাপত্তা কর্মীদের তাতক্ষনিক তৎপরতায দুস্ককৃর্তিকারীরা সেখান থেকে পালিযে যেতে বাধ্য হয়।
এই বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার বলেন, রাত ৯ টার দিকে কিছু দুস্ককৃর্তিকারী হঠাৎ কদমতলীর দিক থেকে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শাটাল ট্রেনের বগিতে আগুন ধরানোর চেস্টা করলে আমাদের নিরাপত্তা কর্মীদের তাতক্ষনিক তৎপরতায দুস্ককৃর্তিকারীরা বড ধরনের কোন ক্ষতি করা ছাড়াই পালিয়ে যেতে বাধ্য হয়। কেন বা কি করলে দুস্ককৃর্তিকারীরা আগুন ধরানোর চেস্টা করেছিলো সেটা আমারা খতিয়ে দেখছি।
২৪/৭ খবর পেতে আমাদের সাথেই থাকুন।
Contact us: contact@ybanglakhobor24
Copyright © 2025 banglakhobor24.net. All rights reserved.