কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) পক্ষ থেকে ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এইসময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল এবং ১ প্যাকেট সেমাই তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় কাপ্তাই প্যানেরোমা জুম রেস্তোরাঁর সাংস্কৃতিক মঞ্চ চত্বরে ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল আমীর হোসেন মোল্লা দরিদ্রদের মাঝে এই ইফতার এবং খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় তিনি বলেন, বিজিবি সবসময় দরিদ্র জনগণ সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। বিতরণকালে ব্যাটালিয়ন এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪/৭ খবর পেতে আমাদের সাথেই থাকুন।
Contact us: contact@ybanglakhobor24
Copyright © 2024 banglakhobor24.net. All rights reserved.