কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ (মঙ্গলবার) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১বার তোপধ্বনি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে বড়ইছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল ৮টায় বর্ণাঢ্য প্যারেড এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক শিক্ষক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
২৪/৭ খবর পেতে আমাদের সাথেই থাকুন।
Contact us: contact@ybanglakhobor24
Copyright © 2024 banglakhobor24.net. All rights reserved.