পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও ঈদের বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেস্থানীয় গরিব, অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ৩ বিজিবি-র এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি উপস্থিত থেকে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করেন ।
বিজিবি সূত্রে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করে, উক্ত টাকা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে (বিজিবি মহাপরিচালক বিজিবি’র সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি কর্তৃক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আমরাও ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি।