দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তামাকে বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস। তামাক চাষকে নিরুৎসাহিত করতে কৃষক ক্যাম্পেইন করেছে প্রশাসন। ক্যাম্পেইনে বলা হয় তামাক চাষীদের দেওয়া হবে না সরকারি প্রণোদনা, কৃষি সেবা ও কৃষকের কৃষি স্মার্ট কার্ড।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার মাইনী রির্সোট সংলগ্ন সড়কের পাশে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কৃষি অফিসের আয়োজনে তথ্য আপার সার্ব্বিক সহযোগীতায় তামাক নিরুৎসাহিত কৃষক ক্যাম্পেইন করা হয়। এসময় অন্তত শতাধিক তামাক চাষী অংশগ্রহন করে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, কোন তামাক চাষীকে কোন ধরনের ভর্তুকি, সহযোগীতা ও কৃষি প্রণোদনা দেওয়া হবে না। খুব শিগরই কৃষকের মাঝে স্মার্ট কৃষি কার্ড দেওয়া হবে। কোন তামাক চাষী কৃষি কার্ডের অন্তুভূক্ত হতে পারবে না। তবে যারা তামাক ছেড়ে অন্যান ফসল উৎপাদেনের সাথে জড়িত হবে তাদের জন্য রয়েছে বিশেষ প্রণোদনা।
এসময় তামাক চাষী মোঃ বোরহান বলেন, তামাক চাষ এবছর ছেড়ে দিয়েছি ভুট্টাচাষ করেছি। তামাক চাষ স্বাস্থ্য, পরিবার ও পরিবেশের জন্য মারাক্ত ক্ষতিকর। তামাকের কারনে গাছপালা কেটে তামাক পুড়াতে হয়। রয়েছে অগ্নিকান্ড ঝুকিঁ। তাছাড়া তামাক বিক্রি করতে গিয়ে কোন ধরনের দামাদামি করা যায় না। তাদের বেধে দেওয়া দরেই তামাক বিক্রি করতে হয়।
তামাক নিরুৎসাহিত কৃষক ক্যাম্পেইন উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ও দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।
এদিকে প্রশাসন কৃষক বোরহান উদ্দীনকে তামাক ছেড়ে দেওয়ায় দিয়েছে সম্মননা ও ক্রেস্ট।
২৪/৭ খবর পেতে আমাদের সাথেই থাকুন।
Contact us: contact@ybanglakhobor24
Copyright © 2024 banglakhobor24.net. All rights reserved.