সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিতে পড়ে লায়ন বড়ুয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার সময় উপজেলার পৌরসদরস্থ পান্থশালা বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একি এলাকার বাসিন্দা অশোক বড়ুয়ার ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর বদিউল আলম জসিম।
তিনি জানান, শিশুটি খেলার সময় পরিবারের অলক্ষে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি তারা জানেন না। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি তাদের অবহিত করেননি।
২৪/৭ খবর পেতে আমাদের সাথেই থাকুন।
Contact us: contact@ybanglakhobor24
Copyright © 2025 banglakhobor24.net. All rights reserved.