শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
spot_img

সুইডেনের রাজকুমারীর চট্টগ্রামে

শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

চট্টগ্রাম ঘুরে গেলেন সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বাংলাদেশে চার দিনের সফরে এসে মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামে ইউএনডিপির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। শুভেচ্ছাদূত হিসেবে তিনি এ সফরে আসেন। জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিদর্শন এবং স্থানীয় সফল নারীদের সঙ্গে কথা বলেন রাজকুমারী। 

এ সময় বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত স্থানীয় সফল নারীরা তাদের সফলতার কথা বলেছেন। তাদের কথা শুনেন এবং উপকারভোগী নারীদের সফলতার প্রশংসা করেন প্রিন্সেস।

এছাড়া জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ভাগে প্রকল্পের মাধ্যমে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবসার জন্য ২২ জন, শিক্ষা অনুদানের জন্য ১৪ জন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ১১ জন এবং পুষ্টি অনুদানে ১৩ জন উপকারভোগী রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় নগর দারিদ্র‍্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম নগরীর দক্ষিণ জেলেপাড়া ওয়ার্ডে এলজিডি, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও ইউএনডিপির অর্থায়নে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় জলবায়ু সহিষ্ণু পৌর অবকাঠামো তহবিলের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মিত হয়।

প্রকল্পের মধ্যে রয়েছে ১১৫ দশমিক ৮৫ মিটার রিটেইনিং ওয়াল, ১১৫ দশমিক ৮৫ মিটার ভরাট রাস্তা, ৪ দশমিক ৫৭ মিটার স্লুইসগেট, ১৫০টি বৃক্ষরোপণ, ৪৮ দশমিক ৭৮ মিটার ফুটপাত ও ৬ দশমিক ১০ মিটার সিঁড়ি নির্মাণ।

বিকালে প্রিন্সেস এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পরিদর্শনে যান। সেখানে ইউএনডিপি কর্তৃক সমর্থিত শিক্ষার্থীদের ইনোভেটিভ ট্রেনিং কোর্সসহ বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। ইউনিভার্সিটিতে নিজের নামে নামকরণকৃত ‘ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রুম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  ইউনিভার্সিটির ভিসি রুবানা হক এবং জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

http://bangla@khobor24
Contract us, 21 momin road, Chittagong Bangladesh. Mobile : 01759680807

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here