মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
২৫ মার্চ গণহত্যা দিবসে উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আইয়ুবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ সার্চ লাইট অপারেশন নামে পাকিস্তান বাহিনী এদেশে গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল! সেদিন ঘুমন্ত মানুষের ওপর বর্বরতা চালিয়ে এদেশের অসংখ্য বুদ্ধিজীবি নারী, পুরুষকে হত্যা করেছে পাকবাহিনী ও তাদের দোসরা। সে ইতিহাস আজ অমোচনীয় ও দগদগে ক্ষতচিহ্নস্বরুপ।
পরবর্তীতে এই নির্মম গণহত্যার প্রতিবাদে বাঙালি জাতি বঙ্গবন্ধু’র সেই ঐতিহাসিক ভাষনের অনুপ্রেরণায় স্বাধীনতার শপথ নিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে সামিল হন এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন পতাকা অর্জন করেন। আজকের প্রজন্মদের এসব ইতিহাস জেনে দেশপ্রেমে এগিয়ে আসতে হবে।