মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img

বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক গ্রেফতার

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। চট্টগ্রামের খুলশী থানার দক্ষিণ খুলশীর বাসা থেকে তাকে গ্রেফতার করে। জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টায় পুলিশ এবং র্যাব যৌথ অভিযান পরিচালনা করে দিদারুল আলম মিয়াজির বাসায়। এসময় তিনি চট্টগ্রামের খুলশী থানার দক্ষিণ খুলশী নিজ বাসায় ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করে প্রথমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) কার্যালয়ে নিয়ে যায়। রাত আনুমানিক ৩ টায় জোরারগঞ্জ থানায় নিয়ে আসেন। জোরারগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. আরিফ হোসেন জানান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি কে পুলিশ এবং র্যাব যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের খুলশী নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে তাকে চালান দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here