মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে প্রকাশ্যে চলছে অবৈধ গ্যাস বিক্রি, প্রশাসনের অভিযানে কার্ভাড ভ্যান জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা, কাগজ পত্র যতদিন দেখাতে পারবে না, ততদিন পযর্ন্ত ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিএবি প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া পুরাতন ব্রীক ফিল্ড সংলগ্ন মাঠের পাশে বিক্রি করা হচ্ছে অবৈধ গ্যাস। এই গ্যাস সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারে দেওয়া হচ্ছে। কোনো নিয়ম নীতি ছাড়া প্রকাশ্যে চলছে সিএনজি গ্যাস ব্যবসা।
প্রশাসনের নজরদারির অভাবে অপ্রতিরোধ্য গতিতে চলছে অনুমোদনবিহীন অবৈধ গ্যাস ব্যবসা। এভাবে খোলা আকাশের নিচে গ্যাস বিক্রি করায় সরকার হারাচ্ছে রাজস্ব আবার বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
এদিকে বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন, বিস্ফোরক অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে কার্ভাড ভ্যান জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা এবং অবৈধ শামান্তা মোবাইল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন ও এস আই নুর মোহাম্মদ সহ
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন,এ ধরনের খোলা গ্যাস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। তারা লাইসেন্স বিহীন অবৈধ ভাবে ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে গ্যাস বিক্রি করার অপরাধে গ্যাস আইন ২০১০ এর ১৩(গ) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে, যতদিন লাইসেন্স দেখাতে পারবে না ততদিন ফিলিং স্টেশন বন্ধ করা হয়েছে।
বাঁশখালীতে লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে প্রকাশ্যে চলছে অবৈধ গ্যাস বিক্রি
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪