মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

জাতীয়তাবাদী ফেনী জেলা ফোরাম চট্টগ্রামের পরিচিতি সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

বাংলা খবর ২৪ অনলাইন ডেস্ক, ২৮ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে চট্টগ্রামে পরিচিতি সভা ও কমিটির পুনঃগঠন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় আগ্রাবাদস্থ একটি কমিউনিটি সেন্টার শতাধিক নেতা কর্মীর উপস্থিতে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ বলেন, এখন সময় ঐক্য বদ্ধ হওয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ রক্তের মত হাজারো ত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা এটি রক্ষা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় আগামী দিনে বিএনপি মানুষের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। বিএনপি প্রস্তত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। তাই জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।
প্রধান অতিথির বক্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ছাত্র আন্দোলনের সময় তারেক রহমান সবাইকে ঐক্য বদ্ধ হয়ে দাঁড়াবার আদেশ দিয়েছেন বলেই বিএনপি মাঠে নেমেছিলো তারপর হাসিনা স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিলো। এই ১৬ বছর হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো এখন স্বৈরাচার সরকারের সকল অনিয়মকে মুছে নতুন ভাবে দেশ গঠনে অন্তরবর্তিকালীন সরকারকে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানান।
ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি শাহদাত হোসেন ভূঁইয়া (বাবুল) বলেন, ফোরামের অনুষ্ঠানে এসে মনে হয়েছে আমি যেন আমার ঘরে এসেছি। এ সংগঠনটি বিগত দিনে যেভাবে দলের সুখে-দুখে ভূমিকা রেখেছে আমার প্রত্যাশা ভবিষ্যতেও জাতির বৃহত্তর প্রয়োজনে সেটা অব্যাহত রাখবে। ‘গত ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায়ের পর জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বিগত স্বৈরাচার পতনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে শুরু থেকেই আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করেছি।
ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ ও ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত করেন ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি করেন জাফর আলম লিটন, আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের পিপি ও চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা এমএ হান্নান জিলানী, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা এয়াকুব চৌধুরী, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব আবু আহমেদ মিয়া, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here