বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img

ওয়ানডেতে ২ হাজার ক্লাবে দ্রুততম সৌম্য

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক মাইলফলক গড়লেন সৌম্য সরকার। দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রান করেছেন বাঁহাতি ওপেনার। সেই সঙ্গে বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে ২ হাজারের মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার।

ম্যাচের ২০তম ওভারে হাসারাঙ্গাকে টানা দুটি চার মেরেছেন সৌম্য, এর প্রথমটিতে ক্যারিয়ারে ২ হাজার রান পূর্ণ হয়েছে তার। পরের ওভারে কুমারাকে আপার কাটে ছক্কা মেরে হৃদয়ের সঙ্গে গড়েছেন ৫০ রানের জুটি। সেই সঙ্গে নাম লিখিয়েছেন দুই হাজারি ক্লাবে।

বাংলাদেশের হয়ে দ্রুততম ৬৪ ইনিংসে ২ হাজার ওয়ানডে রান স্পর্শ সৌম্যর। সৌম্য ভেঙেছেন ৬৫ ইনিংসে দ্রুততম ২ হাজার রানে লিটন দাস ও শাহরিয়ারের নাফিসের আগের রেকর্ড।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রান-

সৌম্য সরকার – ৬৪ ইনিংস, শাহরিয়ার নাফীস – ৬৫ ইনিংস, লিটন কুমার দাস – ৬৫ ইনিংস

সাকিব আল হাসান – ৬৯ ইনিংস, তামিম ইকবাল – ৭০ ইনিংস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here