বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

ছিটকে গেলেন তানজিম দলে হাসান মাহমুদ

বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইনজুরির কারণে আজ শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে পারছেন না বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে সিরিজ নির্ধারণী ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুুরিতে পড়েন তানজিম। ঐ ম্যাচে ৪৪ রানে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে অস্বস্তিতে ছিলেন তানজিম। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচ থেকে ছিটকে পড়তে হলো তাকে। তানজিম সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বোলিং করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে ফিল্ডিংও করেন। দ্বিতীয় ম্যাচে পুরো দশ ওভার বোলিং করেন। কিন্তু সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন শুরুর আগে ভালোবোধ না করায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। গতকাল বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা থাকায় অস্বস্তিবোধ করছেন তানজিম। আজ অনুশীলনে ভালো অনুভব করছিলেন না এবং আগামীকাল খেলার জন্য পুরোপুরি ফিট নন তিনি।’ তৃতীয় ওয়ানডেতে তানজিমের পরিবর্তে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অফফর্মের কারণে লংকানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে শুরুতে হাসান মাহমুদের সুযোগ হয়নি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল রাববার প্রাইম ব্যাংকের হয়ে খেলছিলেন। বিকেএসপিতে ম্যাচ খেলা অবস্থাতেই শেষ ওয়ানডেতে জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি পান। ফলে খেলা চলাকালীন অবস্থায় বিকেএসপি ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেন এই পেসার। প্রিমিয়ার লিগে দুই ম্যাচে খেলে প্রথম ম্যাচে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। পরের ম্যাচে ৩৩ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। গতকাল ৬ ওভার বোলিং করে ২৩ রান খরচ করে অবশ্য উইকেটের দেখা পাননি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here