রবিবার, মে ৫, ২০২৪
spot_img

বন্দরের টানা পঞ্চম জয়

রবিবার, মে ৫, ২০২৪

শিরোপা জিততে সমানতালে এগুচ্ছে অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল সোমবারের খেলায় বন্দর ১৯ রানে হারিয়েছে শহীদ শাহজাহান সংঘকে। এ জয়ে বন্দর ৫ খেলার ৫টিতেই জয় পেল। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে বন্দর প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৪৮ রান। জবাবে শহীদ শাহজাহান সংঘ ৪৮.১ ওভার খেলে ২২৯ রানে অল আউট হয়ে যায়। শহীদ শাহজাহান সংঘ তাদের ৫টি খেলার কোনটাতেই জিততে পারেনি। পঞ্চম হারে তাদের ভান্ডারে আছে শূন্য পয়েন্ট। ব্যাট করতে নেমে বন্দরের টপ অর্ডার এবং মিডল অর্ডার দায়িত্বশীল ব্যাটিং করেন। ফলে দুটি অর্ধশতকে রানসংখ্যা আড়াইশোর কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হয় তারা। ইকবাল ৯০ বলে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। সজীব মিয়া করেন ৫০ বলে ৫৩ রান। ৫ম উইকেট জুটিতে এ দুজন ৭৮ রান সংগ্রহ করে দেন। অন্যদের মধ্যে মেহেদি হাসান ৪৪, সাইফুল ইসলাম ৩১,তারেক কামাল ১৭ এবং ওপেনার সাজিদুল আলম রিফাত ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। শাহজাহান সংঘের পক্ষে শাহাদাত হোসেন বাবু ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট পান নওশাদ এবং ইসমাইল হোসেন অনিক। শহীদ শাহাজাহান সংঘ জবাব দিতে নেমে দ্রুতই দুই উইকেট হারিয়ে ফেলে মাত্র ২ রানে। এরপর ৪র্থ এবং ৯ম উইকেট জুটিতে যথাক্রমে ৭০ এবং ৬৯ রান যোগ হলে রান সংখ্যা দুইশতের কোঠা পার হয়। দলও জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু দলীয় ২১৯ রানের মাথায় অধিনায়ক আবদুল কাদের রাসেল সর্বোচ্চ ৬৫ রান করে আউট হয়ে গেলে শাজাহান সংঘ আর লক্ষ্যে পৌঁছতে পারেনি। শেষ জুটিতে মাহতাব উদ্দিন রান আউটের শিকার হন। তাতে করে শাহজাহান সংঘের জয়ের স্বপ্ন অধরাই থেকে যায়। অন্য প্রান্তে অপরাজিত থাকেন মমতাজুল হুদা আয়াজ ২৩ রান করে। অধিনায়ক রাসেল ৬৩ বল খেলে ৬টি চার এবং ২টি ছক্কা হাঁকান তার ৬৫ রানের ইনিংসে। অন্যদের মধ্যে শাহাদাত হোসেন বাবু ৪৬,তালহা জুবায়ের ৩৬, নওশাদ ১৮, ইসমাইল হোসেন অনিক ১৩ এবং মইনুল হোসেন ১২ রান করেন। বন্দরের সজীব মিয়া ৩২ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন সাজিদুল আলম রিফাত এবং ইফাদ বিন ইদ্রিস জয়। ১টি উইকেট পান রনি ফয়সাল। আজকের খেলা : মুক্তিযোদ্ধা বনাম পাইরেট্‌স অব চিটাগাং।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here