রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
spot_img

চমেক হাসপাতালে র্যাবের অভিযানে আটক ৩৮ দালাল

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৮ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)

বুধবার (২০ মার্চ) সকালে হাসপাতালে অভিযানে নামে র্যাবের একটি টিম।

এসময় হাসপাতালের ৩২ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

র্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম, গোপন সংবাদেে ভিত্তিতে র্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এতে প্রায় ৩৮ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে মূলত বেড এবং ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রভোবন দেখিয়ে প্রলুব্ধ করে। মূলত কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করেন তারা।

তিনি বলেন, অভিযানের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আটককৃতদের মধ্যে কেউ হাসপাতালের কর্মচারী হলে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। যারা প্রকৃত দালাল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাগে ভাগ করে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here