মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন লরি চাপায় মো.মহিউদ্দিন (৩৮) নামে পথচারী এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব আদালতপুর এলাকার মৃত রফিক উল্লাহর পুত্র। সে পাইপ ফিটার মিস্ত্রি হিসাবে কাজ করতো বলে জানা গেছে।

এদিকে ঘটনায় লরি চালক মো.ফারুককে (৪৩) আটক করেছে হাইওয়ে পুলিশ। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার সর হাজারী এলাকার খোরশেদ আলমের পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী পণ্যবাহী ওই লরিটি মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী যুবক মহিউদ্দিনকে চাপা দেয়। এতে লরি চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনা পরবর্তীতে লরির চালককে আটক করা থানা হেফাজতে রাখা হয়েছে। সেই দুর্ঘটনা কবলিত লরিটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় এনে রাখা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে নিহত পথচারীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here