বুধবার, নভেম্বর ৬, ২০২৪
spot_img

কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী

বুধবার, নভেম্বর ৬, ২০২৪
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের কুতুব‌দিয়ায় আসন্ন ঈদ‌কে সাম‌নে রে‌খে ১৩৫ জন এ‌তিম ও অসহায় হেফজ শিক্ষার্থীরা নতুন জামা ও নগদ টাকা পেল। বুধবার (২৭ মার্চ) বিকা‌লে ধুরুং আদর্শ উচ্চ বিদ‌্যালয় এন্ড ক‌লেজ মা‌ঠে আবাম ফাউ‌ন্ডেশন বাংলা‌দে‌শের পক্ষ থে‌কে নতুন জামা বিতরণ করা হয়। ফাউ‌ন্ডেশ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি মোহাম্মদ রা‌শেদ উল্লাহ ব‌লেন, ঈদ উপল‌ক্ষে‌ কুতুব‌দিয়ার ৯‌টি হেফজ,এ‌তিম খানার ১০৫ জন এ‌তিম ও অসহায় ছাত্র এবং ৩০ জন ছাত্রীর মা‌ঝে নতুন জামা বিতরণ করা হয়। সা‌থে প্রতি‌টি শিক্ষার্থী‌কে নতুন টাকাও ঈদ বক‌শিস দেয়া হয়। এছাড়া দুপু‌রে আবাম ফাউন্ডেশ‌নের পক্ষ থে‌কে স্বাবলম্ভী প্রজেক্ট (৬৬) এর বড়‌ঘোপ ৭নং ওয়া‌র্ডের নয়া পাড়ায় ক‌্যান্সা‌রে মারা যাওয়া জয়নাল আ‌বেদী‌নের স্ত্রী রওশন আক্তার‌কে এক‌টি গাভী উপহার দেয়া হয় ব‌লেও তি‌নি জানান। এসময় ফাউ‌ন্ডেশ‌নের সদস‌্য মো: র‌মিজ, মিশকাত শরীফ, ফজল ক‌রিম, তান‌জিল হাসান, অ‌ভি, এমরান প্রমূখ উপ‌স্থিত‌ ছি‌লেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here